জেলা মৎস্য দপ্তর, চুয়াডাঙ্গার ২০২২-২৩ অর্থ বছরে অর্জন সমুহঃ
১। উন্মুক্ত ও প্রাতিষ্ঠনিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণঃ
অবমুক্তকৃত পোনার পরিমানঃ ১.৬৫৩ মেট্রিক টন, পোনা অবমুক্তকৃত জলাশয়ের সংখ্যা: ৩০ টি, আয়তন: ২৪৪.৯৮ হেক্টর, সুফলভোগীর সংখ্যাঃ ২৭০০ জন।
২। প্রদর্শনী খামার স্থাপনঃ ১২ টি।
৩। বিল নার্সারী স্থাপনঃ ১২ টি এবং বিল নার্সারীর আয়তন: ৪.০৯ হেক্টর, মোট জলাশয়ে আয়তন: ৩৬০.৯৭ হেক্টর।.
৪। মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদানঃ ১০১০ জন।
৫। মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদানঃ ২২৫ জন।
৬। মৎস্য আইন বাস্তবায়নঃ ৭৫ টি।
৭। মৎস্য অভয়াশ্রম রক্ষনাবেক্ষণঃ ৫ টি।
৮। মৎস্য খাদ্য লাইসেন্স প্রদান/নবায়নঃ ২৫ টি।
৯। মৎস্য হ্যাচারি লাইসেন্স প্রদান/নবায়নঃ ৩ টি।
১০। মৎস্য খাদ্য মান পরীক্ষাঃ ১২ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস